মেজর পীরের আস্তানায় বাংলাদেশে প্রথম জঙ্গি বিরোধী অভিযান ও ২১ জনের লাশ
বাংলাদেশে যে কোন বড় ঘটনার সাথে মেজর নামটা বেশ জড়িত থাকে। যেমন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া, বঙ্গবন্ধু হত্যায়ও ছিল আর্মির মেজররা। এছাড়া ব্লগার হত্যা ও গুলশানের ‘হোলি আর্টিজান’ হামলায় মূল কারিগরের বরখাস্তকৃত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। বাংলাদেশে প্রথম জঙ্গিবাদ বিরোধী যে বড় অভিযান হয় সেটি ছিল মেজর পীর মতিউর রহমানের আস্তানায়। [...]