নোম চমস্কি: কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে ভুল পথে – পর্ব ৩ (শেষ)
[আগের পর্বের পর] [পাঠসূত্র ] এই সিরিজের প্রথম পর্বে সাক্ষাৎকার গ্রহণকারী পাঠককে সাক্ষাৎকারের প্রেক্ষাপটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বিশেষ করে নোম চমস্কি যে একজন প্রথিতযশা ভাষাবিদ ও চৈতন্য বিজ্ঞানী, যা তার রাজনৈতিক কর্মকান্ডের নিচে সাধারণ্যে প্রায় আড়াল হতে বসেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এর পর, মানব মস্তিষ্ক বিশ্লেষণে ডেভিড মার এর ত্রিস্তর বিশিষ্ট অনুসন্ধান [...]