ইবোলা সংক্রমন এড়াবো কীভাবে?
ইবোলা কীভাবে ছড়ায়? -ইবোলা ভাইরাস গুরূতর অসুস্থ রোগীর শরীরনিসৃত তরলের মাধ্যমে ছড়ায়। অসুখের এই পর্যায়ে রোগীরা সাধারণত, বমি, রক্তক্ষরণ, ডায়েরিয়া ইত্যাদি উপসর্গে ভুগতে থাকে। সবচেয়ে ছোঁয়াচে হচ্ছে রক্ত, মলমূত্র এবং বমি। রোগের শেষ পর্যায়ে এসবের একটা ছোট্টো ফোটাতেও প্রচুর পরিমানে ভাইরাস থাকে। কোনো সেবক/সেবীকার হাতে যদি আক্রান্ত ব্যক্তির রক্ত লেগে যায় তাহলেও তিনি [...]