মানুষ বড় সস্তাদরের রূপকথা
না, নতুন ঘটনা নয়। তারপরও জন ডানের সেই কবিতার মতো বলতে হয়, মানুষ আসলে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়। মৃত্যুর সংবাদবাহী ঘণ্টাটা বাজে আমাদের সবার জন্যেই। আর এমনি অসহায় মানুষের ধূলিধূসরিত মৃতদেহ দেখলে আরো বেশি করে মনে পড়ে যায় আমরা একটা অমানুষের বস্তিতে বসবাস করি। তৈরি পোশাক কারখানা বা আরএমজি নামের পোশাকি নামের পেছনে অনেক শোষণ, [...]