ভালো লাগে

আহারে বর্ষা, কি যে ভাল লাগে চমকানো সেই স্বচ্ছ ফোঁটার লাফ ভাল লাগে জলধারা, সাথে যদি থাকে দুষ্টু ভেজা, একটু বাতাস ছাঁট। ভাল লাগে জল-পর্দা পারের নীল সাদা রঙা আলো। মাটির গন্ধ, ঝমঝমা ঝম বৃষ্টি, নৈঃশব্দ। টাপুর টুপুর ভেজা দুপুর, সব ভাল লাগে। আলসে গ্রহের ক্রমে ভিজে ওঠা, কেঁপে ওঠা সব লজ্জা, ভাল লাগে। থমকে [...]