কাঙাল ফিলসফি ভার্সাস যুবরাজ ফিলসফি
কাঙাল ফিলসফি ভার্সাস যুবরাজ ফিলসফি (শেখ হাসিনার উদ্দেশ্যে নিবেদিত) ছগীর আলী খাঁন ঈদানীং বাংলাদেশে হট-কেক সংবাদের বড়ো আকাল চলছে। এমনসব সংবাদ লীড নিউজ হিসেবে ছাপা হচ্ছে স্বাভাবিক অবস্থায় যেগুলির স্থান প্রথম পাতা তো দূরস্থান, ৫ম পৃষ্ঠার নীচের দিকে স্থান পাওয়ারও যোগ্য নয়। প্রধানমন্ত্রীর নিষেধের কারণে নুতন মন্ত্রী মহোদয়রাও আজকাল তেমন একটা মুখ খুলেন না, ফলে [...]