রক্তে আমার রসুন বাগান

      রক্তে আমার রসুন বাগান   পরশপাথর     এইতো আর মাত্র ক’টা দিন। তারপর শেষ হয়ে যাবে আমার এই মরার জীবন। প্রকৃতির এক নিপুণ নিয়মে একদিন মায়ের গর্ভ থেকে চলে এসেছিলাম প্রকৃতির কোলে। প্রকৃতিই বড় করেছে কোলে-পিঠে করে । তার আদরে শৈশব গেল, কৈশর গেল। তারপর এল বয়স। লোকে বলে প্রাপ্তবয়স্ক হয়েছ। [...]