ভালোবাসা বাঁচে ভালোবেসে

  এপাশে অবোধ মন, আর ওই দিকে পেশীভয়; তোমাদের। ঠুলি পরা চোখে অন্ধকারেই দেখে যাও তৃপ্তির আলো ! ধিক্। আঁধারে দেখো সবদিক, নির্লিপ্ত নিষ্পেষণে আজো, অবিরাম। তবু ভালবাসা আছে বেঁচে, দেখো, ওহে সমাজ সীমান্ত, ধিক্। গল্পের জন্য, অসীমের জন্য, অবুঝের জন্য ওহে মানুষ, তোমাদের দেখাবার জন্য, আজো বাঁচে সেই, মিটি মিটি মিট। নিরন্তর তোমাদের হিসেবের [...]

একা

সযতন অচেতনে, সমর্পনে, নেশাখোরের মতই, ভেবেছিলাম, ভেবেছিলাম আহ, এই তো জীবন, এই আছে, সেই আছে, আশপাশে সব আছে, আর কি চাই? চাইবার বল কি'বা আছে আর? অথচ; আজকাল ছায়ামত কত কিছু ছুঁতে চায়, বেশ করে ভাবায়, ধারালো নস্টালজিক তীব্রতায়। হতে পারে, আজকে না'হয় পেরিয়েছে বেশ কিছুকাল কিন্তু সমর্পণ? বুকে হাত রেখে বল, এখনো একা রাত [...]

Go to Top