ওয়েলকাম, মাই ফ্রেন্ড, টু দ্যা ডার্টি মাইল!
ইতিহাস ভোলে না। ইতিহাসকে অনেকেই স্মৃতিভ্রষ্ট করতে চায়, নিজেদের পছন্দের রঙে রঙিন করতে চায়, নিজেদের অতীত ঢাকবার জন্য কিম্বা অপরাধবোধ থেকে মুক্ত হওয়ার জন্য। ইতিহাস তাতে কর্ণপাত করে না। সে শুধু নিজ গতিতে বয়ে চলে সময়ের হাত ধরে। ইতিহাস হল সময়; ইতিহাস হল বহতা নদী - যেখানে বর্তমানে জমা জঞ্জাল আবর্জনা সবই হারিয়ে যাবে একদিন, [...]