একুশে বইমেলা: মুক্তধারায় শুরু মুক্তমনায় শেষ?
মুক্তিযুদ্ধকালে নির্বাসিত লেখকদের বত্রিশটা বই নিয়া ৭২-এ মুক্তধারার হাতে যে একুশে বইমেলার সূচনা; মুক্তবুদ্ধি চর্চার কালে সেই মেলা কি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে মুক্তমনা লেখক-প্রকাশকগো নির্বাসন দিয়া? ০২ বইমেলারে বাংলা একাডেমি কোনোদিনও আপদ ছাড়া কিছু ভাবে নাই। তাগো ঝিমাইন্না আরামের সরকারি জীবনে এই বইমেলার লাইগা বচ্ছরে দুই আড়াইমাস থাকতে হয় দৌড়ের উপর। মেলা শুরুর [...]