এআইয়ের ব্যর্থতার কারণ
এআই গবেষক রিচার্ড সাটন ২০০১ সনে নিচের ব্লগটি লিখেছিলেন। তিনি এআইয়ের অন্যতম শাখা রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের একজন প্রধান প্রবর্তক। ওনার ব্লগ এর আগে একাধিক সায়েন্টিফিক পেপারে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে (ব্লগ লেখকেরা উৎসাহ পেতে পারেন)। নিচের ব্লগটি ব্যবহৃত হয়েছে জর্জিয়া টেক বিশ্ববিদ্যালয়ের পিএইচডির যোগ্যতা-নির্ধারণ পরীক্ষার (PhD qualifying exam) প্রশ্নে। ওনার অনুমতিক্রমে এর বাংলা ভাবানুবাদ করলাম। মূল [...]