| উৎবচন-শতক…| এক |
কথার কথা: ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তা বিষয়ে যাঁদের সংবেদনশীলতা রয়েছে, তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে। [জবাবদিহি: অন্তর্জালের অন্য ফোরামে প্রতি পোস্টে দশটা দশটা করে একটা উৎবচন সিরিজ প্রকাশিত হচ্ছে। এগুলোরই একটা সমন্বিত রূপ হলো এই উৎবচন শতক সিরিজ, যা মুক্তমনার পাঠকদের জন্য একত্র সংকলিত করে প্রকাশ করা হলো। আগামীতে মলাটবন্দী হবার আগে এগুলোর [...]