উপজেলা নির্বাচনঃ একটি আসনের চিত্র
উপজেলা নির্বাচনঃ একটি আসনের চিত্র পরশপাথর উপজেলা নির্বাচনের ঠিক দুই দিন আগে, আমার নিজ এলাকার দু’জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর প্রতিনিধি এসে আমার কাছে জানতে চাইল, কবে আমি ভোট দিতে দেশের বাড়ি যাব। তাহলে সে-হিসেবে তারা গাড়ির ব্যবস্থা করবে। ভবিষ্যতে তাদের কিছু কটূবাক্য হজম করতে হবে, সেটা জেনেও আমি সফলভাবে দুই [...]