দুগ্ধাপরাধী
আমিও তীব্র ঘৃণাভরেই ওদেরকে নাম দিলাম দুগ্ধাপরাধী। মায়ের দুধ খেয়ে মা'র বুকে লাথি মারা সেই দুগ্ধাপরাধী, বাচাল আর রাজনীতির ক্ষমতালোভী ভিক্ষুক, এবং অনাত্মীয়; দুগ্ধাপরাধী, মা'র দুধ খাওয়া, ঋণ ভুলে যাওয়া, দুগ্ধাপরাধী। ছদ্মবেশী জনপ্রতিনিধি, ভন্ড, রাজ ঠিকাদার, ঘৃনাবাদ। ঘৃণাবাদ তোমাদের, ধিক্। অন্তর থেকে, শ্বাশত ঘৃনাবাদ। সুপ্রভাতের বদলে তোমাদের জানাই অসীম ঘৃনাবাদ। স্বাধীনতা চেতনা বিরোধী চতুর ঠিকাদার, [...]