প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সমকামিতা বইটির রিভিউ
সমকামিতা নামে একটা বই লিখেছিলাম এবছরের বইমেলায় (২০১০)। প্রকাশক শুদ্ধস্বর। মোটেও মেইনস্ট্রিম বই নয়। আমি ভাবিনি বইটা কারো চোখে পড়বে। খুব যে পড়েছে তা নয়। পথিকের মতে তো বইটা নাকি ইচ্ছে করেই 'ব্ল্যাক আউট' করা হয়েছে! কারণ, বইটা এমন একটা স্পর্শকাতর বিষয়ে যে কোন মেইনস্ট্রিম পত্রিকাই এটি নিয়ে লেখালিখি করতে সাহস করবে না । তবে, আমার [...]