বাবার জন্য
বাবার জন্য মৌলি আজাদ ২০০৪ সালের ১২ ই আগষ্ট। আমাদের বাবা লেখক হুমায়ুন আজাদ আমাদের তিন ভাইবোনের প্রতি তার হৃদয় নিংড়ানো ভালবাসার কথা তিনটি পৃথক চিঠিতে লিখে সুদূর জার্মানীর এক নির্জন কক্ষে ঘুমাতে গিয়েছিলো। জানিনা ঘুমাতে যাবার আগে কি ভাবছিলেন তিনি। হয়তো আমাদের কথা বা পরবর্তীতে লেখা হবে এমন কোন বইয়ের কথা। না তাকে [...]