লেগ্যাসি অফ ডঃ অভিজিৎ রায়
নিজের গর্বের কথা দিয়েই শুরু করি! আমার মেয়ে এবং ছেলে দুজনই অহিন্দু বিয়ে করেছে। ছেলের বিয়ের প্রাক্কালে হবু আত্মীয়রা এসেছিল সৌজন্য সাক্ষাতের জন্য। লাঞ্চ টেবিলের এক পাশে আমি এবং অন্য পাশে আমার মেয়ে। আমার মেয়ে পাত্রী পক্ষের লোকদের বলছে – “আমি গর্বিত যে আমার বাবা আমাদেরকে ধর্মীয় কোন শিক্ষা দেয়নি।“ টেবিলের অন্য প্রান্ত থেকে আমার [...]