অভিজিৎ রায়ের কাছে আমার ঋণ
অভিজিৎ রায়ের সাথে কখনো দেখা হয়নি। ফোনে কথা হয়নি। ফেসবুকের ইনবক্সে চার বাক্য কথা লেনদেন আর একটি ইমেইল ছাড়া লোকজনকে বলার মত স্মৃতি আমার কাছে নেই। সর্বশেষ যোগাযোগ ওই ইমেইলটা। যেখানে লেখা ছিলো মুক্তমনায় আমার জন্য একটা আইডি খোলা হয়েছে, যদি নিয়মিত লিখি তাহলে তিনি খুশি হবেন। মুক্তমনায় সবাকের লেখা দেখে তিনি কতটা খুশি হবেন [...]