অবিশ্বাসের দর্শনের তৃতীয় প্রকাশ হাতে পেয়ে

'অবিশ্বাসের দর্শন' বইটা যখন প্রথম প্রকাশিত হয় ২০১১ সালে তখন আমার ছোটভাই আহমেদ রেদওয়ান জান্না ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ইন্টারনেট, মোবাইল, কম্পিউটারবিহীন ওর জীবনের একমাত্র সঙ্গী ছিলো 'আউট বই'। কিন্তু সে বয়সের জন্য অবিশ্বাসের দর্শন একটু বেশিই 'আউট' হয়ে যায় তাই আমি তখন পড়ে দেখতে বলি নি। তাছাড়া ধর্মান্ধদের মতো আগ বাড়িয়ে ওকে নির্ধর্ম নিয়ে কখনও [...]