অনন্ত স্মরণ: ‘প্রিয় স্বদেশ পাল্টে দেবো’
অনন্ত বিজয় দাশ কবিতা লিখতেন কি না জানা ছিল না, কিংবা বলা যায় কবিতা লিখলেও সেটা চোখে পড়েনি কখনও। মূলত বিজ্ঞানভিত্তিক লেখালেখিকে প্রাধান্য দিতেন তিনি এবং বিজ্ঞানভিত্তিক লেখালেখিই কাল হয়েছিল তার। নিজ বাড়ির সামনেই ধর্মীয় সন্ত্রাসীদের আক্রোশের শিকার হয়েছিলেন তিনি। এক সম্ভাবনাময় তরুণ লেখকের সম্ভাবনার ইতি ঘটে চাপাতির কোপে! কবিতা না লিখলেও কিংবা কবি পরিচয় [...]