অনেক দিনের সদস্য হওয়া সত্ত্বেও আমার মন্তব্য মডারেশনে যাচ্ছে কেন?
কারণ মুক্তমনায় মডারেশনের নতুন নীতিমালা চালু করা হয়েছে। কেবল নিবন্ধিত সদস্যরাই বিনা মডারেশনে মন্তব্য করতে পারবেন। সুতরাং আপনার যদি মুক্তমনায় অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে লগইন করে তারপর মন্তব্য করুন; সেক্ষেত্রে আপনার মন্তব্য সরাসরিই প্রকাশিত হবে। কিন্তু লগইন না করে নাম ও ইমেইল ঠিকানা দিয়ে মন্তব্য করলে তা স্বয়ংক্রিয়ভাবেই মডারেশনে চলে যাবে।