আমাদের “করোনা” দিন
কতোদিন গীতবিতান খুলি না। অথচ গেল ক’বছরে এমনটি হয়নি যে, গীতবিতানের একটি গান পড়া হয়নি কোনোদিন। কবি শক্তি চট্রোপাধ্যায়ের কবিতার বই খুলি না কতোদিন। নীরোদ চন্দ্র চৌধুরীর কয়েকটি বই আবার পড়ব ব’লে বেডের পাশে রেখেছিলাম। বইগুলো খোলাই হয়নি। গ্রন্থ ডট কম থেকে অনেকগুলো দুস্প্রাপ্য বই ডাউনলোড ক’রে রেখেছিলাম। একটি পাতাও খোলা হয়নি। গত ৪-৫ বছরে [...]