মধ্যযুগীয় ভারতবর্ষ
মূল: জে এম রবার্টস, ও এম ওয়েস্টাড (দ্য হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড) ৫৫০ খ্রিস্টাব্দের গুপ্ত সাম্রাজ্য থেকে ১৫২৬ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন অবধি ভারতবর্ষের ইতিহাসের প্রায় হাজার বছরের ঘটনাপ্রবাহে আবহমান চৈনিক ইতিহাসের মতো কোনও সুনির্দিষ্ট লক্ষ্য কিংবা ঐক্য নেই। মধ্যযুগীয় ইউরোপীয় সভ্যতার মতো কোনও আকস্মিক উম্ফলনের নজিরও অনুপস্থিত। বরং এতে রয়েছে বহুধারার ঐতিহ্যের নমনীয় এক [...]