ভুটানঃ সুখের সন্ধানে
স্বপন বিশ্বাস উচুঁনীচু পাহাড়ে ঘেরা সবুজ বনানীর দেশ ভুটান। আয়তনে দেশটি বাংলাদেশের চার ভাগের এক ভাগ কিন্তু জনসংখ্যা মাত্র ৭ লক্ষ। তথ্য প্রযুক্তির যুগে বহুকাল ধরে ঘোমটা পরে থেকেছে এ দেশ। শুনে অবাক হয়েছি যে, ১৯৯৯ সালে ভুটানে প্রথম টেলিভিশন চালু হয়; টেলিভিশন চালুর ক্ষেত্রে ভুটান পৃথিবীর সর্বশেষ দেশ। দেখে অবাক হয়েছি যে, ভুটানের রাজধানী [...]