ভবিষ্যতে বেঁচে থাকা এক তরুণের উদ্দেশ্যে
লিখেছেন: বকশালিক আজ অনন্ত বিজয় দাশের ষষ্ঠ মৃত্যু দিবস। ২০১৫ সালের এদিনে প্রিয় এই বন্ধুকে হত্যা করা হয়। তাকে প্রাণের গভীর স্পন্দন থেকে স্মরণ করি। আমরা যখন সক্রেটিসের কথা বলি অকুতোভয় হাইপেশিয়াকে নিয়ে উচ্ছসিত হই জিওর্দানো ব্রুনোর আত্মত্যাগের গল্পে আলোড়িত হই অথবা যখন অ্যালান টুরিং আমাদের বিদ্রোহী করে তোলে [...]