অনন্তকে মনে করে
অনন্ত বিজয় দাশের হত্যার পর পাঁচটা বছর চলে গেল। এই পাঁচ বছরে দেশ কিছুই বদলায় নি, অভিজিৎ রায়, অনন্ত বিজয়সহ অন্যান্য নিহত লেখকদের হত্যাকারীদের সুষ্ঠুভাবে চিহ্নিত করে বিচারকার্য তো সমাধা হয়ইনি, বরং এই করোনা ভাইরাসের বিপর্যয়ের মধ্যে বাংলাদেশে নির্লজ্জভাবে তথ্য নিরাপত্তা আইন আরো জোরদার করা হয়েছে যার শিকার হচ্ছেন সাংবাদিকরা, কার্টুনিস্টরা এবং গবেষকরা। শুধু বাংলাদেশেই [...]