একটি স্মরণীয় উক্তির অবিরাম ভুল প্রয়োগ এবং একটি রুবাই প্রসঙ্গ
রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত-যৌবনা-যদি তেমন বই হয়। বইপড়া বা বই কেনাবেচায় উৎসাহী করার জন্য এরচেয়ে ভাল বিজ্ঞাপন আর হয়না তাই বোধহয় বই প্রসঙ্গে এই উদ্ধৃতিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। যারা এই উদ্ধৃতিটি ব্যবহার করেন তাদের প্রায় সবাই এটিকে ওমর খৈয়ামের নামে চালিয়ে দেন কিন্তু [...]