রাফিদা আহমেদ বন্যা ও অভিজিৎ রায়

অভিজিৎ’দার সাথে সাথে ২৬ তারিখ আরেকজন লেখকের জীবন আজীবনের জন্য বদলে গিয়েছে। মেয়েটির নাম বন্যা আহমেদ। বিবর্তন নিয়ে তার লেখা ´'বিবর্তনের পথ ধরে'' বইটা রোজ কত মানুষের চিন্তায় নাড়া দেয়, সে হিসেব আমরা হয়ত কখনো জানব না কিন্তু উনি লিখেছিলেন বলে বাংলায় বিবর্তন নিয়ে সব চেয়ে সহজ বইটা আমাদের পড়া হয়েছিল।   লেখক বন্যাকে হয়ত [...]