ফয়সাল আরেফিন দীপনকে স্মরিঃ দীপনের জন্য ভালোবাসা
লিখেছেনঃ আকরামুল হক ২০১৫ সালের ৩১ তারিখ জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে খুন করে ধর্মান্ধচক্র আজিজ মার্কেটে তাঁর প্রকাশনীর ভেতরেই। লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়েও একই সময়ে হামলা করেছিল ধর্মান্ধচক্র। সেখান থেকে আহত হয়ে প্রাণে বেঁচে ফিরেছেন প্রকাশক আহমেদ রশীদ টুটুল, লেখক - ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম। যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে [...]