নিলয়ের সাথে শেষ কথোপকথন
আজ ৭ অগাস্ট। নিলয় নীলের অষ্টম হত্যাদিবস। অগাস্টের ১ তারিখে ওঁর সাথে আমার শেষ কথা হয়েছিল। মসজিদ নিয়ে কিছু-একটা লিখে আমাকে জানিয়েছিল পড়ার জন্য। আমি তাকে দেশে থাকাকালীন অবস্থায় লেখালেখি করতে বারণ করেছিলাম। কারণ পরিস্থিতি তখন ছিল ভয়াবহ। প্রতিমাসে ১ জন করে ব্লগার খুন হচ্ছিল। নিলয় যখন অনুসরণের শিকার হয় আমাকে ফোন করে জানিয়েছিল। পুলিশ [...]