বাংলাদেশের আদিবাসী জনগণের অধিকার
লিখেছেনঃ ফারদিন বিন আব্দুল্লাহ বাংলাদেশ, যা তার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক সমৃদ্ধির জন্য বিখ্যাত, সেখানে নানা রকম আদিবাসী সম্প্রদায় রয়েছে, এবং তারা শতাব্দী ধরে এই ভূমিতে বসবাস করে আসছে। তাদের উল্লেখযোগ্য সাংস্কৃতিক অবদান সত্ত্বেও, আদিবাসী জনগণ তাদের অধিকার নিশ্চিত করতে অব্যাহত চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আদিবাসী, যাদেরকে প্রায়শই "মূল জনগোষ্ঠী" (aboriginal) বা "প্রথম জনগণ" ( first [...]