রাষ্ট্রযন্ত্র যখন মৌলবাদী

লিখেছেনঃ কাজল কুমার দাস খুব বেশী সময় নেই আর আসছে বাঙ্গালীর খুব প্রিয় পুতুল ভাঙ্গা-গড়ার উৎসব। যদিও হিন্দু সংখ্যালঘুরা এটাকে বলে শারদীয় দুর্গাপুজা। তা সে শরৎ হোক বা গ্রীষ্ম এমন উৎসব এ অঞ্চলে চলে বছরভর। জাতিগত-ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন এখন এ অঞ্চলের প্রতিদিনের ঘটনা। শুধু হিন্দুদের উপরই নয় বৌদ্ধ-খ্রিস্টানরাও এমন সব উৎসবের বাইরে নয়। রামুর বৌদ্ধ [...]