মুক্ত ডায়রী।…(আ)
ঊনবিংশ এবং বিংশ শতাব্দী ছিল শৃঙ্খল ভাঙার ক্রান্তিকাল। এই ভারতীয় উপমহাদেশের বহু রাষ্ট্র এই সময়ে সার্বভৌমত্ব অর্জন করে। এর পরেই এইসব স্বাধীন রাষ্ট্রগুলিতে সময়ে সময়ে নানা হুজ্জুতি নেমে এসেছে। কার প্ররোচনায় কিংবা কিভাবে সংগঠিত হয়েছে তার আলোচনা আপাতত বৃথা। মোদ্দা কথা হল দেশগুলির মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে কিছু প্রতিক্রিয়াশীলেরা। এই প্রতিক্রিয়াকে কখনো ধর্মের নামে বৈধতা [...]