এক ঘাতকের মৃত্যু
পশ্চিম ইউরোপের ইতিহাসের একটা বড় অংশ হল খৃষ্টধর্মের দুইটি প্রতিদ্বন্দ্বী ফ্যাকশনের মধ্যে লড়াই আর রক্তপাতের ইতিহাস--ক্যাথলিক বা রোমান ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। চতুর্দশ শতকে জার্মানিতে মার্টিন লুথারের আবির্ভাবের আগাবধি পুরো পশ্চিম ইউরোপে ছিল রোমের বিশপ বা পোপের ক্যাথলিক চার্চের আধিপত্য। যীশুর মাছধরা জেলে শীষ্য সন্ত পিতরকে তিনি স্বর্গের চাবি দিয়ে দিয়েছিলেন আর এই সন্ত পিতরের উত্তরসূরী [...]