আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল সোহেল সুমন ২০০৪ সালের ঘটনা, তখন আমি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। একজনকে মনের মধ্যে লালন করছি, তাকে নিয়ে ঘর বাধছি, স্বপ্ন দেখছি কারনে অকারনে। বেশ বুঝতে পারছি, হয় আমি প্রেমে পড়েছি নতুবা প্রেম আমার উপরে। বলি বলবো বলবো করে বলা হয়ে উঠেনি, আমি হৃদয়ের কথা [...]