সাহিত্যের নারী ও নারীর সাহিত্য

নবনীতা দেবসেন একটা ভয়ঙ্কর  তথ্য দিয়েছেন আমদের পাক্ষিক দেশ পত্রিকায় (বই সংখ্যা ২০০৯)। জ্ঞানপীঠ বাংলাভাষার মনোনয়ন কমিটির সদস্য হিসবে নবনীতা দেবসেন আশাপূর্ণা দেবীর 'প্রথম প্রতিশ্রুতি' উপন্যাসের নাম প্রস্তাব করলে অপর দু'জন পুরুষ সদস্য আপত্তি তোলেন। তথ্যটি ভয়ঙ্কর এ জন্য যে, এই দুই সম্মানিত সদস্যের কেউই  তখন 'প্রথম প্রতিশ্রুতি' বইটি পড়েননি। যা হোক ব্যক্তিগত প্রচেষ্টায় নবনীতা [...]