যে যায় লংকায় সে ই হয় রাবন !
যে যায় লংকায় সে ই হয় রাবন ! সমরেশ বৈদ্য ‘যে যায় লংকায় সে ই হয় রাবন’ এমন একটি প্রবাদবাক্য প্রচলিত আছে আমাদের সমাজে। কিন্তু সেই প্রবাদবাক্যটি যে গনতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বেলায় ঘটে যাবে তা বুঝতে একটু দেরি হয়েছে এদেশের জনগনের। ক্ষমতায় আসার আগে বিগত সরকারের সময়কালে যেসব অন্যায়, অবিচার, মানবাধিকার [...]