আদিবাসী নিয়ে বাংলাদেশের কত রঙ্গ
বাংলাদেশ সরকার আদিবাসীদের নিয়ে কেমন রঙ্গতামাশা শুরু করেছে। নিচের দু’টো ছবি দেখলে যেমন হাসি পায়, তেমনি বাঙাল শাসকদের মানসিক দৈন্য দেখে খুবই কষ্ট হয়। যারা জাতিকে নেতৃত্ব দেয় তারা যদি এত নিচু মনের অধিকারী হয়, তাহলে তাদের কাছ থেকে ছোট ছোট আদিবাসী জাতিগুলো কী আশা করতে পারে? নিচের ছবিগুলো দেখুন। আগের ছবি এটা হলো আগের [...]