“পাত্রী খোঁজের গাণিতিক তথ্য”, এবং কিছু নির্লজ্জ বেহায়া পুরুষতান্ত্রিক মিথ্যাচার
ফেসবুকে একটা লিঙ্ক বেশ কবার শেয়ার হয়েছে দেখলাম। খবর24 নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে। শিরোনাম- "কাকে বিয়ে করবেন? জেনে নিন পাত্রী খোজের গাণিতিক সূত্র"। 'খোঁজ' শব্দটির বানান তারা ভুল করেছে, তবে সেটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই; আছে তাদের নির্লজ্জ মিথ্যাচার নিয়ে। পাত্রী বা সহধর্মিনী কিংবা প্রেমিকা খোঁজার জন্য গাণিতিক গবেষণা [...]