“বরং দ্বিমত হও…”
অভিজিৎদা কে নিয়ে কিছু লিখতে হলে অবধারিতভাবে চলে আসে অনন্তদার “যুক্তি” ম্যাগাজিনের নাম, কারণ সেই থেকেই তো শুরু। ২০১০ সালের বইমেলায় লিটল ম্যাগ চত্বরে ঘোরাঘুরির সময় এক বন্ধুর আগ্রহে কিনে ফেলি “যুক্তি” ম্যাগাজিন। এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি, অথচ প্রাণের সূচনা আর এগিয়ে চলার পেছনে “বিবর্তনাবাদ” বলে সবচেয়ে যৌক্তিক যে ব্যাখ্যাটা আছে তা সম্পর্কে [...]