কোপার্নিকাস, ব্রুনো, গ্যালিলিও এবং অভিজিৎ
প্রাচীণ কালে নিজেদের পারিপার্শিক অবস্থানটুকুকেই সারা দুনিয়া মনে করা হত। তখন অনেক কিছুই অজানা ছিল। সেই সুযোগে চতুরের চাতুরতার মাধুর্য দিয়ে অন্যকে মুগ্ধ করেছে। অনেকেই নিজেদের হীন বুদ্ধিমত্তাকে শক্ত ভিতে দাঁড় করার জন্য কাল্পনিক ঈশ্বর সৃষ্টি করে বলেছে – সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর। আমি তার প্রতিনিধি বা অবতার। তার নির্দেশেই তার কথাই বলি। তোমরা শুনলে [...]