কিটজ্মিলার বনাম ডোভার কেইস
সৃষ্টিবাদীদের সাথে বিবর্তনবাদীদের আদালতে দেখা সাক্ষাত হচ্ছে প্রায় গত ১০০ বছর ধরে। ১৯২৫ সালে আমেরিকার টেনেসিতে একজন স্কুলের জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে বিবর্তন থিওরি পড়ানোর দায়ে আদালতে দোষী সাবস্ত হন। ১৯৬৮ সালে আরকান্সাসের আরেক মামলা জিতেন বিবর্তনবাদীরা এবং পাবলিক স্কুলের ক্লাসে মানব বিবর্তন পড়ানোর উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। এরপর ক্লাসে সৃষ্টিবাদ-এর পাশাপাশি আবারো বিবর্তন পড়ানো [...]