আয়েশার চিঠি
টিক টিক করে সময় পেড়িয়ে যাচ্ছে; অনেকক্ষণ হলো হাতে কলম-খাতা নিয়েছি। কিন্তু কি লিখব আর কিভাবে লিখবো ঠিক বুঝে উঠতে পারছি না। তবে আমি যা বলতে চাই তা আপনাদের জানানো খুব জরুরী মনে করছি। আমি আর খুব বেশী সময় আপনাদের মাঝে থাকবো না; তবে যাওয়ার আগে আমার জীবনের কিছু কথা আপনাদের বলে যেতে চাই। আমি [...]