নারী
[ এই কবিতার বিষয়বস্তু মোটেই লেখকের অভিমত নহে ৷ বিভিন্ন সমাজে নারী জাতিকে যে ভাবে দেখা হয়েছে যুগযুগান্ত ধরে তারই কিছু অংশ এখানে সংকলিত হয়েছে মাত্র ] আদিতে ছিলনা নারী বিধাতা পরে আদমের পাঁজর হতে নারী সৃষ্টি করে ৷ আদমের নিঃসঙ্গতার হইল বিহিত, নারীর ভূমিকা তাতে রয়েছে নিহিত ৷ বেহেস্ত উত্তম স্থান না যায় বর্নন, [...]