মধ্যবিত্ত কড়চা কিংবা বেমালুম ভুল
- বেমালুম ভুলে যেতে লজ্জা করেনি এতোটুকু? ঝাঁঝালো কন্ঠ কানে ভাসলে রক্ত গরম হয়। কিন্তু করা হয়না তেমন কিছুই। দীপ্তির তো এখনও জানার বাকি যে চাকরি ‘নট’ হয়েছে। আর খুকীর দুধ আনবার কথাতো বারকয়েক মনে করিয়েছে ও। -বিস্কিটও শেষ প্রায়, চায়ে ভিজিয়ে খুকীকেও খাইয়ে দিও। চা আর খুকীকে রেখে যে ঘরকন্নায় ব্যস্ত হল, তার দিশেহারা [...]