মুক্তিযুদ্ধের চেতনা ও এবারের নির্বাচন
'মুক্তিযুদ্ধের চেতনা' বেশ ভারী দুটি শব্দ। একটা সময় ছিল যখন শব্দ-যুগল বেশ আবেগ নিয়ে ব্যবহার করতাম। কিন্তু এখন ব্যবহার করার আগে একটু ভেবে নিতে হয়। মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকাল অনেক কিছুই চালানোর চেষ্টা করা হচ্ছে, যেমন, বলা হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অপরিহার্য, নইলে এই চেতনার বিলুপ্তি ঘটবে। কেউ কেউ এও বলার চেষ্টা করছেন যে, [...]