ডাইনোসর পার্কে একদিন! (পর্ব-১)
দু’হাজার নয় সালের কথা। আমি তখন কানাডায় নতুন এসেছি। হটাতই সুযোগ এলো আলবার্টায় একটা কনফারেন্সে যাওয়ার। তেমন বিশাল কিছু নয়, কিন্তু কাজের চাপ কম থাকায় ভাবলাম ঘুরে আসলে মন্দ হয় না। আর কিছু না হোক, অন্তত দু-একজন চেনা-মুখের সাথে দেখা হবে। আয়োজকরা জানিয়েছিলেন যে আগ্রহীদের আলবার্টার ডাইনোসর পার্ক ঘুরে দেখার সুযোগ রয়েছে। তবে যারা ডাইনোসর [...]