বেগমপাড়া ও কানাডা লুটেরা বিরোধী আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী আলোচনার কি-নোট
১। বেগমপাড়া তথা লুটেরা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট ২০২০ এর জানুয়ারীর শুরুতে বাংলাদেশে মূলধারার পত্র-পত্রিকায় দেশের দূর্ণীতিবাজ ঋণখেলাপী, অর্থপাচারকারীদের বিরুদ্ধে একের পর এক সংবাদ-প্রতিবেদন প্রকাশিত হচ্ছিল। পত্রিকার সংবাদ-প্রতিবেদনে বলা হচ্ছিল, দেশ থেকে অর্থপাচারকারীরা- আমানতকারীদের টাকা মেরে ব্যাংকগুলোকে পথে বসিয়ে কানাডায় পাড়ি জমিয়েছেন, সেখানে আত্মগোপন করেছেন। দূর্ণীতিবাজ ক্ষমতাবান ও বিত্তশালীরা কানাডার বেগমপাড়ায় দামী বাড়ী-গাড়ী কিনে সেখানে আরাম-আয়েশে [...]