বাসুনকে, মা পর্ব ৪৪
বাসুনকে, মা লুনা শীরিন পর্ব ৪৪ বাসুন, ঢাকা থেকে তোর ছোটখালা শাহিন অনেক আগে একটা কবিতার ক্যাসেট পাঠিয়েছিলো। ক্যাসেটের নাম ”মনে পড়ে রুবি রায়” আমার প্রিয় কবিতা। শিমুল মোস্তাফার ভরাট গলায় আবৃত্তি বাজছে, কবিতাটা শুনিছে দীর্ঘদিন, উচ্চারণ শব্দ, ভালোবাসা নিঃশ্বাস আর অনুভূতি আমার ফেলে আসা সময়ের সাথে জড়িয়ে আছে। আমি [...]