খোলনালচে–ধারাবাহিক
নোটঃ এই লেখাতে রানী নামে যাকে আনা হয়েছে তিনি একজন বাস্তব মানুষ। যা বলা হচ্ছে সেটাও বাস্তব এবং টরোন্টো শহরে প্রতিদিন ঘটে যাওয়া অনেকের জীবনের সত্যকথন। হয়তো আমার জীবনেরও, কিন্তু আমি লিখছি রানীর জীবনে ঢুকে গিয়ে, বলছি রানীর মুখের ভাষায় –যে ভাষা সত্তিকার অর্থেই রানী ব্যবহার করে। রানী আমার কাছের পরিচিত একজন মানুষ , যার [...]