অবিশ্বাসী ডায়না, বেলুচিস্তানের মিরাজ, একজন বাংলাদেশী এবং পেশোয়ারের গণহত্যা
ডায়না আমার একজন কাছের বন্ধু। বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশুনার কারণে আমাদের বন্ধুত্ব বেশ গাঢ় হয়। ডায়না আমেরিকান। সে দক্ষিণ কোরিয়ার গোয়াঞ্জূ শহরে একটি কিন্ডারগার্ডেনে চাকুরী করে। উদার মানসিকতার ডায়না একজন নাস্তিক। মানে সৃষ্টি কর্তায় বিশ্বাস করে না। সে একটি নাস্তিক সংগঠনের সাংগঠনিক দায়িত্বে রয়েছে। প্রফেসর রিচার্ড ডকিন্স ডায়নার রোল মডেল। ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনা করলেই ডায়ানা [...]