শিশুহত্যা: সামষ্টিক সহিংসতার নয়া ট্রেন্ড কি? এবং মানুষ হিসেবে আমরা বিবেকবান কিনা।
এই লিখাটা যখন লিখছি এই ক্ষুদ্র সময়কালের মাঝেই দেশের কোন নগর কিংবা অঞ্চলে আরও কোন শিশু হত্যা সংঘটিত হচ্ছে কি না তা আগামীকালের পত্রিকাগুলিই জানান দিবে। সাম্প্রতিককালে আমাদের দেশ সামষ্টিক সহিংসতা নামক যে ভয়াবহ এক ব্যাধিতে আক্রান্ত তার নয়া শিকার হচ্ছে এই শিশুরা। নিউজ চ্যানেলের পিক আওয়ার-পত্রিকার কলাম সব ছেয়ে থাকে আজ এইসব রোমহর্ষক সংবাদে। [...]